জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ছাত্রসমাবেশ চলছে। অন্যদিকে, একই সময়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করছে বিএনপি। এতে জুমার নামাজের পর থেকে শাহবাগ, পল্টন, গুলিস্তান ও কাকরাইল এলাকায় তিব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনা, কাকরাইল, শাহবাগ এলাকায় যানবাহনের ধীরগতি ছিল। দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে এ এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। এর প্রভাব পড়েছে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন সড়কে। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেস ক্লাব, পল্টন এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে।
সরেজমিনে দেখা গেছে, ছাত্রলীগের ছাত্রসমাবেশ শুরুর আগে দুপুর পৌনে ২টার দিকে বৃষ্টি বাগড়া দেয়। এতে সমাবেশের আসা নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে বৃষ্টি কিছুটা কমে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। এ সময় সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপন্টন এলাকার রাস্তাগুলো বন্ধ রয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টনে জড়ো হচ্ছে।
এনএইচ/এমএএইচ/জিকেএস