বলিউডের দুই তারকা এবছর ফিরে পেলেন তাঁদের হারিয়ে যাওয়া তকমাটি। প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার যৌন আবেদনে এশিয়ার সেরা পুরুষ নির্বাচিত হলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। এই নিয়ে তিনবার তিনি এই শিরোপাটি জয় করে নিলেন।গত বছরে অবশ্য হৃত্বিকে সরিয়ে আলি জাফর ছিনিয়ে নিয়েছিলেন তাঁর এই তকমাটি। তবে এবার এই মুকুট আবারও হৃত্বিকের মাথাতেই উঠল।ব্রিটেনের সাপ্তাহিক সংবাদপত্র ইস্টার্ন আই-এর বিচারে এশিয়ার সেক্সিয়েস্ট পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন হৃত্বিক।এশিয়ার ৫০ সেক্সিয়েস্ট পুরুষ বাছাইয়ের একাদশ পর্বে রানার আপ হয়েছেন টেলিভিশন অভিনেতা কুশল ট্যান্ডন। গত বছরের বিজয়ী আলি জাফর এবার তৃতীয় স্থানে নেমে গিয়েছেন।সেক্সিয়েস্ট এশিয় পুরুষ হৃত্বিক ইস্টার্ন আইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই অকাঙ্খিত স্বীকৃতি পেয়ে আমি অভিভূত। তবে সেক্সিয়েস্ট বলতে দৈহিক বিষয় বোঝায় না, বরঞ্চ তা অনেক বেশি মানসিক।তিনি বলেছেন, ভালো কাজ করা, নিজের মূল্য বোঝা, রসবোধ এবং আত্মনির্ভরশীল হওয়ার এই বিষয়গুলির আপনাকে করে তুলবে সেক্সি গাই।