গাইবান্ধায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দুপুরে গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন।
ওসি মাসুদ রানা বলেন, এ সংঘর্ষের ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। সেইসঙ্গে ঘটনার সময় আটক তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে দলের ৪৫ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করেন বিএনপি নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহীদ মিনার মোড় পার হয়ে ডিবি রোডের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধা অতিক্রম করে শোভাযাত্রাটি সামনের দিকে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের লাঠি চার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশসহ অনন্ত বিএনপির ২৫ নেতাকর্মী আহত হন।
পরে বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, বিএনপি কার্যালয়ের পিয়ন আলম ও গোরস্থান মোড় থেকে লিটন নামে এক বিএনপি কর্মীকে আটক করে পুলিশ।
শামীম সরকার শাহীন/এমআরআর/এমএস