উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রতাপের সঙ্গে সরব উপস্থিতিতে দেখা যায়নি বিএনপিকে। তবে এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরব দেখা মিললো বিএনপি প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বাসাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ভোট কেন্দ্রে দেখা মেলে বিএনপি নেতাকর্মীদের।বাসাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরবিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা হয় বিএনপির সমর্থিত সাবেক চেয়ারম্যান বাবুল এর সঙ্গে। এবার মনোনয়ন না পাওয়ায় দলীয় প্রার্থী মো. কবির হোসেনের পক্ষে মাঠে কাজ করছেন তিনি। জাগো নিউজকে তিনি বলেন, দুইবার চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক পেয়েছি। বিদেশ সফরও করেছি। তবে এবার দলীয় নির্বাচন হলেও খেলাটা টাকার। তাই নিজ সিদ্ধান্তে ভোটে দাঁড়ায়নি। তিনি আরো বলেন, টাকার খেলায় কে হারে কে জিতে বলা মুশকিল। তবে বিএনপি ভোটের মাঠে আছে, থাকবে। লেভেল প্লেয়িং এখন পর্যন্ত স্বাভাবিক। শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হলে বিএনপি প্রার্থীই জিতবে।আজ (মঙ্গলবার) মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলার ১৪টি ইউপির মধ্যে ১০টি ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হচ্ছে- বালুচর, বাসাইল, বয়রাগাদি, ইছাপুরা, জৈনসার, কোলা, লতুব্দি, মধ্যপাড়া, মালখানগর ও রসূনিয়া।এদিকে এলাকাবাসীর দাবি, হার জিত যাই হোক না কেন, দ্বন্দ্ব কিংবা সংঘাতে জড়িয়ে নিজেদের সম্পর্কের অবণতি চান না তারা।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৬৩ জন এবং ভোটার সংখ্যা এক লাখ ২০ হাজার ৮৫৪ জন। বাকি চারটি ইউনিয়ন চিত্রকোট, শেখরনগর, কেয়াইন ও রাজানগরে আগামী ৪ জুন ভোট গ্রহণ হবে। এছাড়া আগামী ২৬ জুন পর্যন্ত জেলার ৬৭ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।জেইউ/এমএম/আরএস/পিআর