বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান খোকনের কর্মীরা ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যে পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দখল নিয়ে জাল ভোট দিতে থাকে। প্রতিবাদ জানালে তাকে বের করে দেয় আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে জানালে তিনি ভোটগ্রহণ স্থগিত করেন।ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান জানান, কিছুটা গোলযোগের কারণে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরিবেশ শান্ত হলে পুনরায় ভোটগ্রহণ শুরু করা হবে।অন্যদিকে, জেলার কয়েকটিই ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পুলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।এছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে।জেলার ১০ উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচনে ৭৪টি চেয়ারম্যান পদের বিপরীতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়াকার্স পার্টি, জাসদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র থেকে ৩২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৬৬টি সাধারণ সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২ হাজার ৬২৬ জন এবং ২২২টি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে লড়াই করছেন ৭৫৯ প্রার্থী। এ ৭৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার ১২ লাখ ১০ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৮ হাজার ৯১২ এবং নারী ৬ লাখ ১ হাজার ৩৬৬ জন। ৬৭৪টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৭১০টি কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সাইফ আমীন/এসএস/পিআর