দেশজুড়ে

দোহারে কেন্দ্রের আশপাশে নেই ধানের শীষের কর্মী

দেশে প্রথমবারের মতো চলছে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। চলছে ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। তবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চললেও ঢাকার দোহারের কয়েকটি ভোট কেন্দ্র ধানের শীষ তথা বিএনপির কর্মী শুন্য দেখা গেছে। অন্যদিকে, প্রায় সব কেন্দ্রেই সরব উপস্থিতি দেখা গেছে নৌকার সমর্থকদের। মঙ্গলবার দোহারের নারিশা ও বিলাসপুর ইউনিয়নের কেন্দ্রগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, কেন্দ্রগুলোতে রয়েছে আওয়ামী লীগের আধিপত্য। প্রতিটি কেন্দ্রে প্রবেশের ২শ` গজ আগ থেকেই সমর্থকদের গলায় ফিতা ঝুলিয়ে আওয়ামী লীগ প্রার্থীর ভোট চাইছেন। কেন্দ্রের গেটে এমনকি ভেতরেও রয়েছে তাদের সরব উপস্থিতি। অন্যদিকে, বিএনপির সমর্থকদের তেমন আনাগোনা দেখা যায়নি। তবে ব্যাজ বা দলীয় প্রতীক সম্বলিত ফিতা ছাড়াই গোপনে কাছে ভোট চাইছেন তারা।জানা যায়, দোহারের ৬নং নারিশা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন মো. আওলাদ হোসেন, ধানের শীষে মো. লুৎফর রহমান, বই মার্কার স্বতন্ত্রপ্রার্থী জমিলা বেগম, মোটর সাইকেল মার্কায় ডা. আবুল কামালসহ আরো বেশ কয়েকজন।আজগর আলী নামের এক বিএনপি সমর্থক অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ভয়ভীতি দেখিয়ে আমাদের কেন্দ্রের সামনে থাকতে দেয় না। আমাদের এজেন্টদের নানাভাবে লাঞ্চিত করে। পুলিশ এসব দেখেও কিছু বলে না। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ সমর্থকরা। জামাল রহমান নামে এক সমর্থক বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটাভোটি চলছে। কেউ কাউকে বাধা দিচ্ছে না। দোহারের পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত পাঁচজন এবং বিএনপির দুই জন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী।এআর/এএসএস/আরএস/পিআর