লালমনিরহাটে হেরোইন সেবনের দায়ে এক তরুণীসহ ৫ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন-রংপুর জেলা রাধাপল্লব এলাকার মৃত. আক্তার হোসেনের ছেলে শাহাদাত হোসেন পাপ্পু (২৪),লালমনিরহাট শহরের জব্বার আলীর ছেলে মোহন আলী (২২), ওই শহরের বাবুপাড়া এলাকার জনধর বর্মণের ছেলে শান্ত বর্মণ (২৫), থানাপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে এহসানুল হক (২৩) ও একই এলাকার সৈয়দ হোসেনের মেয়ে আবেদা সুলতানা কাজল (১৮)।লালমনিরহাট সদর থানা পুলিশ জানান, সোমবার রাতে স্টেডিয়াম পাড়া এলাকার একটি ঘর থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে হেরোইন সেবনরত অবস্থান এক তরুণীসহ ৫ জনকে আটক করে। রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল হক তরুণীকে দুইমাস ও বাকী চারজনের প্রত্যককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মাহফুজুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।রবিউল হাসান/এসএস/পিআর