মাত্র আড়াই ঘণ্টায় প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড ভোট কেন্দ্রে। সকাল ৮টা থেকে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। মঙ্গলবার সকাল পৌনে ১১টায় বাসাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ দুই লাইন। এ ভোট কেন্দ্রেও এখন পর্যন্ত কোনে ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রিজাইডিং অফিসার প্রমোদ চক্রবর্তী জানান, এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ১৯৮৩। এর মধ্যে নারী ভোটার ১০৭১ জন। বাকিরা পুরুষ ভোটার। সকাল সাড়ে ১০টার খবর অনুযায়ী ভোট পড়েছে প্রায় ৬০০, যা মোট ভোটের প্রায় ৩০ শতাংশ। ৫টি বুথে ভোটগ্রহণ চলছে। স্বল্প সময়ে ভোট নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে ওই প্রিজাইডিং অফিসার বলেন, প্রায় ২ হাজার ভোটারের জন্য পুলিশ সদস্য মাত্র ৩ জন। সঙ্গে ৪ জন আনসার। এতে পুরো নির্বাচনী নিরাপত্তা কভার করা কঠিন। তবে ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি করেন তিনি। জেইউ/এমএম/জেএইচ/পিআর