সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী এলাকার একটি মসজিদে সময়মতো আজান দিতে না পারায় বাংলাদেশী এক মুয়াজ্জিনকে গুলি করে হত্যা করা হয়েছে।ওই মুয়াজ্জিনের নাম রফিকুল ইসলাম (৩০)। রফিক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে।আরব নিউজের খবরে বলা হয়েছে, রোববার আসরের নামাজের আজান সময়মতো না দিতে পারায় এক ব্যক্তি গুলি ছোড়ে। এতেরফিকুল ইসলাম নিহত হন। এ ছাড়া ওই ঘটনায় এক ভারতীয় নাগরিক আহত হন। তার শরীরে দুটি গুলি লেগেছে। তবে পুলিশ তার নাম পরিচয় প্রকাশ করেনি। শুধু বলেছে, তিনি বিপদমুক্ত।খবরে বলা হয়েছে, রিয়াদ থেকে ৩০ কিলোমিটার দূরে মজমাহ জেলার ওর্তাবিয়াহ এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন রফিকুল ইসলাম। রবিবার স্থানীয় সময় সাড়ে ৩টায় ওই ঘটনা ঘটার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে রফিকের রক্তাক্ত লাশ উদ্ধার করে।