শরীয়তপুরের গোসাইরহাটে অভিযান চলিয়ে ৪২ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগির হোসেন এবং উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদের নের্তৃত্বে এ অভিযান চালানো হয়।গোসাইরহাট থানা সুত্রে জানা যায়, জেলার গোসাইরহাট উপজেলার হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কোদালপুর খানপাড়া নদীর পাড় থেকে ৪২ মণ জাটকা জব্দ করা হয়েছে। কিন্তু এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। পরে জব্দকৃত জাটকা এলাকার দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।গোসাইরহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ছগির হোসেন/এফএ/এমএস