অর্থনীতি

আল-আরাফাহ ব্যাংকের ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে । এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। পরিচালনা পর্ষদ সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানিয়েছে, কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করে পর্ষদ। সমাপ্ত বছরে কোম্পানির কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ২ টাকা ৩৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫০ পয়সা।কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় রাজধানীর ৬৩ পুরানা পল্টন ব্যাংটির প্রধান অফিসে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।এসআই/এএইচ/পিআর