ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে বান্দরবানে মানুষের মাঝে সহায়তা দিয়েছে অলাভজনক সংস্থা ‘হায়ার পারপাস ফাউন্ডেশন’। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ১২৪টি মশারি, ৬৬০টি কয়েল। এছাড়া এক হাজার ২৯২টি স্যালাইনও সরবরাহ করেছে তারা।
সংস্থাটি জানায়, সম্প্রতি বন্যায় বান্দরবানের অনেক সড়ক তলিয়ে গেছে। বাড়ি-ঘরে পানি ঢুকেছে। ফলে মশাবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের মানুষ। তাই তারা এসব রোগের হাত থেকে রক্ষায় বান্দরবানের মানুষের পাশে দাঁড়িয়েছে।
প্রায় সাত মাস আগে স্কুল-কলেজের ছাত্রদের নিয়ে যাত্রা শুরু করে ‘হায়ার পারপাস ফাউন্ডেশন’। এই কম সময়ে সংগঠনটি ঢাকা, ঢাকার বাইরে এমনকি বিদেশে বড় আকারে তাদের কার্যক্রম পরিচালনা করেছে।
জেডএইচ/এমএস