বান্দরবানে অস্ত্রের মুখে মো. ইউসুফ নামের এক ব্রিকফিল্ড ম্যানেজারকে অপহরণে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ক্যামলং মাহাবুব ব্রাদার্স ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত মো.ইউছুফ মাহাবুব ব্রাদার্স ব্রিকফিল্ডের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
মাহাবুব ব্রাদার্স ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী মকছুদ কোম্পানি বলেন, রাত ৯টায় তার ব্রিকফিল্ডে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তার ম্যানেজার মো. ইউছুফকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী কুহালং-বটতলী সড়কের সোনাইছড়ি লেকের দিকে মটরবাইকে করে নিয়ে যায়। এর পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মার্মা শ্রমিদের বরাত দিয়ে বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যার পর মাহাবুব ব্রাদার্স ব্রিকফিল্ডের ৬-৭ শ্রমিকেরা ক্যামলং পাড়া চায়ের দোকানে চা খেতে যান। ফেরার পথে আগে থেকে থাকা ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী একে একে সব শ্রমিকের অস্ত্রের মুখে রশি দিয়ে পিছমোড়া করে বেঁধে ফেলে। একপর্যায়ে ম্যানেজার ইউছুফকে মটরবাইকে করে সোনাইছড়ি লেকের দিকে নিয়ে যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, অপহরণের বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নয়ন চক্রবর্তী/এমআইএইচএস