জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নাঈম ফকির (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নাঈমের শাশুড়ি ববিতা বেগম পলাতক।
নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।
আরও পড়ু: শ্বশুরবাড়ি গিয়ে লাশ হলেন প্রবাসী, স্ত্রীসহ সবাই পলাতক
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামাণিকের মেয়ে বিজুরী আক্তারকে প্রেম করে বিয়ে করেন নাঈম। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিজুরী আক্তার নাঈমকে বেড়ানোর কথা বলে বাবার বাড়ি নিয়ে যান। এরপর সকালে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নাঈমের মা লাকি বেগম বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস