বিনোদন

সাইমনের আরো একটি মন!

বর্তমান প্রজন্মের নায়ক সাইমন সাদিক। ঢাকাই ছবির নতুন আশা তিনি, নতুন সেনসেশন তিনি। নির্মাতাদের পছন্দের তালিকাতেও সবার আগে তিনি। তাকে ঘিরে মন্দার বাজারেও অর্থ লগ্নি করার সাহস দেখাচ্ছেন প্রযোজকেরা। এরইমধ্যে বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় সাইমন ছুটছেন ইন্ডাস্ট্রিতে রাজত্বের পথে। সাইমনের ক্যারিয়ারে মজার একটি বিষয় হলো এই নায়কের পিছু ছাড়ছে না ‘মন’। তার নামের শেষের মন শব্দটি যুক্ত রয়েছে। সেই মন নিয়ে ‘পোড়ামন’, ‘পুড়ে যায় মন’র মতো সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ নামের ছবিতে। এখানেও রয়েছে ‘মন’। এবার সেই তালিকায় যোগ হচ্ছে ‘মন’ শব্দ সংযুক্ত আরো একটি ছবি। যার নাম ‘মন নিয়ে লুকোচুরি’। এটি নির্মাণ করবেন ইমদাদুল হক খান। এরইমধ্যে ছবিটিতে সাইমনের বিপরীতে কাজ করার জন্য চিত্রনায়িকা শিরিন শিলা চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই ছবির আরেক হিসেবে মৌমিতা মৌ ও শাহরিয়াজও চুক্তিবদ্ধ হবেন বলে জানালেন ছবিটির পরিচালক। আর সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ তারিখে সাইমন চুক্তিবদ্ধ হবেন। আপাতত তার সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে।   পরিচালক ইমদাদুল হক খান জানিয়েছেন, ছবিটির কাহিনি সংলাপ লিখেছেন জুয়েল কবির। গ্রাম বাংলা মাল্টি মিডিয়া প্রোডাকশনের ব্যানারে ছবিটির শুটিং এপ্রিল মাস থেকে হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে ছবির তিনটি গানের রেকর্ড সম্পন্ন হয়েছে। কল্লোল সারোয়ারের সংগীতায়োজনে এগুলোতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও আলম আরা মিনু, তিনা মুস্তারী ও পলাশ এবং তিনা মুস্তারী ও কল্লোল সারোয়ার। পরিচালক জানালেন ছবির বাকি তিনটি গানের সুর ও সংগীতায়োজন করবেন শওকত আলী ইমন।সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৮-১০ তারিখেই ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হবে। তার পরপরই সিলেটের শ্রীমঙ্গলে শুরু হবে ‘মন নিয়ে লুকোচুরি’র দৃশ্যায়নের কাজ।এদিকে সাইমন বর্তমানে ‘তুই আমার’ নামের একটি ছবির শুটিং নিয়ে পূবাইলে ব্যস্ত রয়েছেন। সজল আহমেদের পরিচালনায় এই ছবিতে সাইমনের নায়িকা মিষ্টি জান্নাত। পাশাপাশি কাজ করছেন ‘দ্য আমেরিকান ড্রিমস’ ছবিতেও।আর আসছে আগস্টেই পরীমনির সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ ছবির জন্য। এলএ/পিআর