দেশজুড়ে

ঘরে ঝুলছিল সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ

খাগড়াছড়ির রামগড়ে আতাউল করিম শিবলু (৩৮) নামের সাবেক এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতাউল করিম শিবলু রামগড়ের তৈছালপাড়া এলাকার বাসিন্দা নুরুল করিমের ছেলে। তিনি রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, রামগড়ের তৈছালাপাড়া এলাকায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ ঝুলছে, এমন খবরে রামগড় থানাপুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই রেজাউল করিম ফোরকান বলেন, ভাই কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে তার চিকিৎসা চলছিল।

রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আমিন বলেন, প্রাথমিত তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস