ভোলার চরফ্যাশনে নিখোঁজের পরদিন মো. ফজলুল মৃধা (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) চর কুকরি মুকরি ইউনিয়নের তেতুলিয়া নদীর ভাঙনের খাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফজলুল মৃধা উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরি-মুকরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. মোসলেম মৃধার ছেলে।
আরও পড়ুন: সুন্দরবনে নিখোঁজ ১ জেলের মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে একটি ছোট নৌকা নিয়ে তেতুলিয়া নদীতে মাছ শিকারে যান ফজলুল মৃধা। সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্য তাকে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার দুপুরের স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মাছ শিকারে গিয়ে তিনি নিখোঁজ হন। আমরা বিষয়টি তদন্ত করছি। এছাড়াও এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম