ট্রলারডুবি

সুন্দরবনে নিখোঁজ ১ জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১০ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন মীরেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার জেলের নাম বায়েজিদ ব্যাপারী (১৭)। তিনি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিন ব্যাপারীর ছেলে। আরও এক জেলে এখনো নিখোঁজ আছেন।

খোঁজ নিয়ে জানা যায় জানান, মঙ্গলবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার জেলে ইউসুফ ও বায়েজিদ সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। বুধবার ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় ফোন বায়েজিদ মোবাইল ফোনে তার মা পারভীনকে বিষয়টি জানান। তাদের উদ্ধারের আকুতি জানান। একপর্যায়ে ফোন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাননি।

বায়জিদের ফুফাতো ভাই মো. বেলাল মাঝি বলেন, ‘বায়জিদ ও ইউসুফ নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। আজ বিকেলে বায়জিদের মরদেহ মীরেরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় আমরা উদ্ধার করা হয়।’

এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার জাগো নিউজকে বলেন, খবর পেয়েই উদ্ধার অভিযান চালানো হয়। আজ পাথরঘাটা থেকে ১০০-১৫০ কিলোমিটার দূরে মীরেরচর এলাকা থেকে নিখোঁজ বায়েজিদের মরদেহ উদ্ধার করা হয়।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।