প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ সুবিধা ও জন্য ট্যাক্স-ভ্যাটে ছাড় দেয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার মনজিল মোরশেদ। প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ওপেন ডিসকাশন এবাউট প্রবাসী ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন প্রবাসী বাঙালী কল্যাণ সমিতি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক যুক্তরাষ্ট্রের হেলডনের কমিশনার দেওয়ান বজলু চৌধুরী। উপস্থাপনায় ছিলেন সংগঠনের গ্লোবাল কো-অর্ডিনেটর সাংবাদিক ওমর আলী।মনজিল মোরশেদ বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি রোধে আদালতে মামলা করার পর চারজন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থ্যা নেয়া হয়। প্রবাসীদের যত সমস্যা আছে তার অর্ধেক সমাধান হয়ে যাবে যদি প্রশাসন একটু সক্রিয় হয়। তিনি প্রশাসনকে আরো সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে সেবা দেয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগকারী উত্তরায় অবস্থিত হোটেল ঢাকা প্রিমিয়ারের ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আকামত আলী বলেন, দেশ একদিন সত্যিই এগিয়ে যাবে এবং মালয়েশিয়াকেও ছাড়িয়ে যাবে। তিনি বিনিয়োগ শুরুর জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় শিগগিরই ওয়ান ষ্টপ সার্ভিস চালুর দাবি জানান।যুক্তরাজ্যের শাপলা ইয়ুথ ফোর্সের সভাপতি সানু মিয়া বলেন, আমলাতান্ত্রিক জটিলতা এবং অংশীদারিত্ব নিয়ে সমস্যার কারণেই দেশে প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ বাড়ছেনা। ডেভেলপমেন্ট কাউন্সিল অব বাংলাদেশিজ ইন ইউকে’র ওয়েলস শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, অনেকে দেশে বিনিয়োগ করে লন্ডনে ফিরেছেন খালি হাতে। বিনিয়োগের টাকার গ্যারান্টি দরকার। তাহলে সবাই বিনিয়োগ করবেন। প্রবাকসের একজিকিউটিভ মেম্বার যুক্তরাষ্ট্র প্রবাসী নেছারুল হক বুষ্টান বলেন, সরকারের পুলিশ-র্যা ব কত প্রতিষ্ঠান আছে, তারা প্রবাসীদের বিমানবন্দর থেকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে পারে। যথাযথ নিরাপত্তা দিলে অনেক প্রবাসীই দেশে বিনিয়োগ করতেন। তিনি আরো বলেন, নিরাপত্তা সংকটের কারণেও আমাদের ছেলে মেয়েরা দেশে আসতে দিতে চায় না। আপনারা দেশে থাকার মতো একটা পরিবেশ তৈরি করেন। আমরা দেশে বিনিয়োগ করতে এবং সন্তাদেরও নিয়ে আসতে চাই। যুক্তরাষ্ট্র প্রবাসী লাইভ টু ওয়েব এর সিইও শামছুর রহমান শিমুল বলেন, কক্সবাজারে ট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ মঈনুল আমিন বুলবুল বলেন, প্রবাসে আমাদের প্রজন্ম অনেক এগিয়েছে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অনেক বিদেশি লোক চাকরি করছেন। অথচ আমাদের সন্তানদের কাজ করার সুযোগ দেয়া হচ্ছেনা। অনুষ্ঠানে সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটির কনসালটেন্ট ডা. সমীর দত্ত বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশিদের খুঁজে আনার দরকার নেই। দেশে বিনিয়োগের মতো প্রবাসী অনেকেই আছেন। অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক গ্রীস প্রবাসী রিপন ফকির বলেন, বিদেশে কোনো প্রবাসী মারা গেলে তাদের মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশ দূতাবাস কোনো উদ্যোগ নেয় না। প্রবাসীদের কাছ থেকে চাঁদা তুলতে হয়। তিনি এই অবস্থা পরিবর্তনের দাবি জানান।এ সময় আরো বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ আমিন, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ মঈনুল আমিন বুলবুল প্রমুখ। এমএমজেড/এএইচ/পিআর