গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের তিনদিন পর সোলায়মান সরকার শিপন (১৩) নামের এক শিশুকে উদ্ধার করে বাবার হাতে তুলে দিয়েছে পুলিশ।
বৃহম্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু সোলায়মান সরকার শিপন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহবাজ গ্রামের রুবেল সরকার বাবুর ছেলে।
পুলিশ জানায়, রোববার (৩ সেপ্টেম্বর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মতিন বাজার কওমি মাদরাসার সামন থেকে শিশু সোলায়মান সরকার নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির মা শেফালী বেগম সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার (৬ সেপ্টেম্বর) থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মামুন হক নাটোর রেলস্টেশন থেকে শিশু সোলায়মানকে উদ্ধার করেন। পরে সুস্থ অবস্থায় শিপনকে তার বাবা রুবেল সরকার বাবুর হাতে তুলে দেয় পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, শিশুটিকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।
শামীম সরকার শাহীন/এসআর/জেআইএম