জাল ভোট ও কারচুপির অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার দুইটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।স্থগিত কেন্দ্রগুলো হলো, আগৈলঝাড়ার বাকল ইউনিয়নের বেভাগহালদার কেন্দ্র ও বাগদা ইউনিয়নের আমবুলা কেন্দ্র।এর আগে দুপুরে একই উপজেলার রত্নপুর ইউনিয়নের শাহিন আলম কেনু কারচুপি ও জাল ভোট দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। সাইফ আমীন/এআরএ/এমএস