দেশজুড়ে

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে শিশু উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে সজিবুর রহমান (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থলবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

সজিবুর রহমান নরসিংদীর মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে।

আরও পড়ুন: অপহৃত শিশু বেনাপোলে উদ্ধার

শার্শা উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল বলেন, ভারতে নিয়ে যাওয়ার জন্য সজিবুরকে বেনাপোল বন্দরে নিয়ে আসে একটি চক্র। বন্দরে ডিউটিরত আনসার সদস্যদের সন্দেহ হলে পাচারকারীদের ধাওয়া দিলে শিশুটি রেখে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আনসার সদস্যরা সজিবুর নামের এক শিশুকে থানায় হস্তান্তর করেছে। তাকে পাচারের জন্য এখানে আনা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম