পিরোজপুরে অপহৃত শিশু বেনাপোলে উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৫ মে ২০১৮

পিরোজপুর থেকে অপহৃত হওয়ার ৩ দিন পর বেনাপোল সীমান্ত থেকে হৃদয় (৩) নামে এক শিশুকে উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

শনিবার দুপুরের দিকে তাকে বেনাপোল বলফিল্ড এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার শিশুটি পিরোজপুর জেলার সদর থানার ঝাটকাটি গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে।

হৃদয়ের পালিত মা পিরোজপুর সদর থানার রাজারখোলা গ্রামের তাসলিমা খাতুন জানান, কয়েক মাস আগে শিশু হৃদয়ের মা জেলহাজতে থাকায় তার বাবার কাছ থেকে হৃদয়কে দত্তক নেন।

গত বুধবার (২ মে) বেলা সাড়ে ৩টার দিকে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের মাহাবুল, সাহাবুল, বকুল ও হাফিজুর নামে একটি চক্র হৃদয়কে অপহরণ করে নিয়ে যায়।

পরে তার কাছে মুক্তিপণের টাকা দাবি করে। সে গরিব বিধায় মাত্র পাঁচ হাজার টাকা দিতে পারবে বলে জানালে অপহরণকারীরা ওই পাঁচ হাজার টাকা দিলে হৃদয়কে ফেরত দেয়া হবে বলে জানান। পাঁচ হাজার টাকা দেয়ার পরও শিশুটিকে পৌঁছে না দেয়ায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন পালিত মা।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সজন জানান, অপহৃত হওয়া শিশুর পালিত মায়ের অভিযোগের ভিত্তিতে পোর্ট থানা পুলিশে খবর দেয়া হয়। পরে শিশুটির অবস্থান শনাক্ত করে তাদেরকে খবর দিলে বেনাপোল বলফিল্ড এলাকা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

বেনাপোল পোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, পিরোজপুর সদর থানার খবরের ভিত্তিতে অপহৃত শিশুটিকে বেনাপোল বলফিল্ড এলাকার পশ্চিম পাশে আব্দুর রহমানের ছেলে নূর মোহাম্মদের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া শিশুটিকে তার পালিত মা শনাক্ত করে নিশ্চিত করলে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের অভিযানে অপহরণকারীরা শিশুটিকে এখানে ফেলে রেখে যায়। অপহরণকারীদের আটকে অভিযান চলছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।