দেশজুড়ে

ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে আ.লীগ প্রার্থী গ্রেফতার

ময়মনসিংহের পয়ারী ইউনিয়নের ইমাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এনামুল কবিরকে (নৌকা প্রতীক) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।অন্যদিকে, দুপুর আড়াইটার দিকে ভাইটকান্দি ইউনিয়নের নাকসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলা উদ্দিন (নৌকা প্রতীক) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল ইসলাম রিপন (ঘোড়া প্রতীক) এর সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি।প্রসঙ্গত, প্রথম দফায় ময়মনসিংহের ফুলপুরের ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদের নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলেছে। আতাউল করিম খোকন/এআরএ/এবিএস