টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে অন্যতম ফেভারিট দল নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী দলের খেলোয়াড়রা। অপরদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও ভারতের বিপক্ষে পরাজয়ের পর কোনঠাসা পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। আজ (মঙ্গলবার) পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।একনজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ড ও পাকিস্তানের সম্ভাব্য একাদশ।নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, কেন উইলিয়ামস (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, গ্রান্ট এলিয়ট, লিউক রঞ্চি (উইকেট রক্ষক), মিচেল সান্টনার,মিচেল ম্যাক্লিগান/ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, অ্যাডাম মিলনে/টিম সাউদি।পাকিস্তান : সারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ/খালিদ লতিফ, উমর আকমল, শোয়ব মালিক, শরফরাজ আহমেদ (উইকেট রক্ষক), শহীদ আফ্রিদি (অধিনায়ক), ইমাদ ওয়াসিম/মুহাম্মদ নওয়াজ, মুহাম্মদ আমির, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ সামি।আরএ/এআরএস/এমএস