মৌলভীবাজারে জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা চলাকালে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলী, মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মুর্শেদ চৌধুরী ও জেলা জামায়াতের নেতা শেখ শাহাবুদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জাগো নিউজকে বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের পাঁচজনকে আটক করা হয়েছে। পরে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
এসআর/এএসএম