সমরেশ মজুমদারের অমর সৃষ্টি ‘মাধবীলতা’ চরিত্রটি। কোমলে-কঠোরে এ এক অনবদ্য নারী। সব পুরুষেরই স্বপ্ন থাকে একজন মাধবীলতাকে পাওয়ার। সেই নারীর প্রেমেই আচ্ছন্ন হয়ে আছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। সম্প্রতি নির্মিত ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’ নামে একটি নাটকে মাধবীলতার প্রেমে পাগল রিয়াজকেই দেখা যাবে। সেখানে রিয়াজ অভিনয় করেছেন রুপম চরিত্রে। নাফার সঙ্গে যার বিয়ে হয়েছে এক বছর হলো। ভালোই চলছিলো তাদের সংসার। রুপমের নেশা ছিল বই পড়া। একদিন রুপম সমরেশ মজুমদারের ‘কালবেলা’ পড়ছিলো। তারই নায়িকা মাধবীলতায় মুগ্ধ হয়ে যায় সে। ধীরে ধীরে চরিত্রটির প্রেমে পড়তে থাকে রুপম। তারপর থেকে তার মাঝে অস্বাভাবিক আচরণ দেখতে পাওয়া যায়। এরপরই ঘটতে থাকে আরও নানা ঘটনা।রাইসুল তমালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান সবুজ। নাটকে রিয়াজের স্ত্রী নাফা চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম এবং মাধবীলতার চরিত্রে প্রভাকে দেখবেন দর্শক। খুব শিগগিরই নাটকটি একটি টেলিভিশন চ্যানেল প্রচার করা হবে বলে জানালেন পরিচালক আসাদুজ্জামান সবুজ। এলএ/এমএস