দেশজুড়ে

কক্সবাজারে বিচ্ছিন্ন ঘটনায় শেষ হয়েছে ভোটগ্রহণ : চলছে গণনা

বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজারের ১৬ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনার কাজ।মঙ্গলবার সকাল ৮টায় বৃষ্টি মাথায় নিয়ে উৎসবের আমেজে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকাল চারটায়। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে নারী ভোটারেরাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বেশি। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতি ও ভোট প্রদানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার চলছে ভোট গণনা। যত দ্রুত সম্ভব গণনা শেষ করে ফলাফল ঘোষণার চেষ্ঠা চালানো হবে। সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি