স্বাস্থ্য

বিএসএমএমইউতে প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা শাখা উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে জেরিয়াট্রিক মেডিসিন শাখা উদ্বোধন হয়। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৭ তলায় ক্লাসরুমে প্রথমবারের মতো জেরিয়াট্রিক মেডিসিন উইং (প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা উইং)-এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভিসি অধ্যপক ডা. কামরুল হাসান খান। ইন্টারন্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেরিয়াট্রিক মেডিসিন এর উপর গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সোহেল মাহমুদ আরাফাত।বক্তব্য রাখেন জেরিয়াট্রিক মেডিসিন উইং-এর প্রধান অধ্যাপক ডা. মো. জিলন মিয়া সরকার। স্বাগত বক্তব্য রাখেন ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. একেএম মতিউর রহমান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, পিতা-মাতার সেবার মধ্যেই পরম শান্তি ও তৃপ্তি নিহিত। একইভাবে বয়স্ক মানুষের সেবার মধ্যেই পরম শান্তি নিহিত রয়েছে। বয়স্কদের সুচিকিৎসাসেবা নিশ্চিত করা সময়েই দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে বয়স্ক রোগীদের সুচিকিৎসাসেবা নিশ্চিত করতে সবরকমের সহায়তা দেয়া হবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার-এর অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদসহ ইন্টারন্যাল মেডিসিন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।     অধ্যাপক ডা. কামরুল হাসান খান তরুণ চিকিৎসকবৃন্দের উদ্দেশ্যে বলেন, চিকিৎসকদের নিজ নিজ আত্মমর্যাদা ধরে রাখতে হবে। দায়িত্ব পালনে যাতে কোনোরকম অবহেলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, দেশের মোট জনসংখ্যার ৩ ভাগের এক ভাগ প্রবীণ। প্রবীণদের এমনকিছু রোগ বা সমস্যা আছে যা বাসায় রেখে আবার হাসপাতালে ভর্তি করেও চিকিৎসা দেয়া সম্ভব হয় না। তাই তাদের জন্য বিশেষ ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য জেরিয়াট্রিক মেডিসিন উইং চালু করা জরুরি। যা উন্নত বিশ্বে ইতোমধ্যেই চালু আছে।বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ উইং-এর আওতায় ৮টি বেড রয়েছে। সেখানে রোগী ভর্তি করা হবে। এছাড়া থাকবে বহির্বিভাগ ভবন-১-এ প্রতিদিন বহির্বিভাগসেবা। এ উইং-এর মূল দায়িত্বে রয়েছেন জেরিয়াট্রিক মেডিসিন উইং-এর প্রধান অধ্যাপক ডা. মো. জিলন মিয়া সরকার।  ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রবীণ স্বাস্থ্য পরিচর্যা উইং-এর আওতায় প্রবীণদের সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আরো জানানো হয়, প্রবীণ বয়সে বার বার পড়ে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, পলি ফার্মেসি (একসাথে অনেক ওষুধ সেবন করা), প্রস্রাব ও পায়খানার সমস্যা থাকে ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় ও সমস্যা দেখা দেয়। সাধারণত এ সময়ে রোগের লক্ষণের বাইরে অন্য ধরনের লক্ষণ প্রকাশ পায়। প্রবীণদের অনেক সময় দেখাশুনার কেউ থাকে না। তারা অনেকে বৃদ্ধাশ্রমে থাকেন। তাদের জেরিয়াট্রিক মেডিসিন উইং-এর আওতায় এনে সেবা দেয়া জরুরি।এমইউ/এসএইচএস/এমএস