রাজনীতি

আবারও ভোট ডাকাতির অভিযোগ রিজভীর

উপজেলা, পৌরসভা, সিটি নির্বাচনের মতোই ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট ডকাতি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোটগ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বর্তমান সরকার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। রিজভী এমন অভিযোগ করলেও বিকেলে ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। রিজভী বলেন, সাতক্ষীরা, চট্টগ্রাম, পিরোজপুর, মুন্সিগঞ্জ, পটুয়াখালীর জেলাধীন উপজেলাগুলোর বিভিন্ন ইউনিয়নে এবং ঢাকার দোহারে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে।এর আগে সকালে রিজভী অভিযোগ করেছিলেন, প্রায় সব কটিতেই জোর করে ব্যালট পেপারে ছিল মারা হয়েছে। দ্বিতীয় দফার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবষিয়ক সম্পাদক সৈয়দ মোয়োজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, বিএনপি নেতা জহিরুল হক শাহাজাদা, ঢাকা নগর বিএনপি নেতা কাজী আবুল বাশার প্রমুখ।তিনি বলেন, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকটি ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে নিজেদের প্রার্থীর ব্যালটে সিল মারার তাণ্ডব চালানো হয়েছে।  মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর, রাজনগর, কালিনগর, রসুনিয়া ও মধ্যপাড়া ইউনিয়ন এবং পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৯ নং কলাগাছিয়া ইউনিয়নে ভোট নিয়ে একই অভিযোগে করেন রিজভী। তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবির সহায়তায় সন্ত্রাসীরা এলাকায় ব্যাপক তাণ্ডব শুরু করেছে।  এছাড়া বরিশালের উজিরপুর উপজেলার অটরা ইউনিয়ন পরিষদ, বড়াকোঠা ইউনিয়নের সকল ভোটকেন্দ্রে, ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদেও কারচুপির অভিযোগ তোলেন রিজভী। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মেম্বার প্রার্থী ও ইউনিয়ন যুবদল সভাপতি রোকনউদ্দিনকে র্যাব ধরে নিয়ে গেছে- এমন অভিযোগ করে তিনি রোকনউদ্দিনের নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।এফএইচ/এনএফ/এমএস