দেশজুড়ে

নকল ক্যাবল বিক্রি করায় দোকানিকে দুই লাখ টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে নকল বৈদ্যুতিক ক্যাবল বিক্রির অপরাধে এক দোকানিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চৌমুহনী হকার্স মার্কেটের ইমতিয়াজ ইলেকট্রনিক্সে এ অভিযান চালানো হয়।

নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. কাওছার মিয়া অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে বিআরবি ক্যাবলের সদৃশ স্টিকার লাগানো নকল তার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। পরে মালিক সাইফুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানের সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলীসহ জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিল। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের ওই কর্মকর্তা।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস