পড়ালেখা শেষ করে এ পর্যন্ত ২৫টির বেশি সরকারি চাকরিতে আবেদন করেছেন। তবে চাকরি হয়নি। শেষমেশ চাকরি না পেয়ে বাজারে সবজি বিক্রি করাকে পেশা হিসেবে নিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-নাট্যবিতর্ক বিষয়ক সম্পাদক রবিউল হোসাইন পারভেজ।
রোববার (১০ সেপ্টেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী মিঠাছরা বাজারের সবজি মার্কেটে গিয়ে অন্য ব্যবসায়ীদের সঙ্গে তাকেও সবজি বিক্রি করতে দেখা যায়।
পারভেজ মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা বিশ্ব দরবার এলাকার ইলিয়াছ মাস্টার বাড়ির ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলামের ছেলে। চার সন্তানের মধ্যে তিনি সবার ছোট।
খোঁজ নিয়ে জানা গেছে, পারভেজ ২০০৩-২০০৪ সালে বিশ্ব দরবার বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর মরহুম এম রিদোয়ান কবির মিয়া সাবের হাত ধরে ২০০৮ সাল থেকে পুরোদস্তুর ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান। চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজ থেকে হিসাব বিজ্ঞানে ২০২১ সালে মাস্টার্স পাস করেন পারভেজ।
আরও পড়ুন: নৌকা স্টাইলে চুলের কাটিং করালেন রনি ও উমর আলী
ছাত্রলীগ নেতা রবিউল হোসেন পারভেজ বলেন, ‘ছাত্রলীগকে ভালোবেসে ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। ২০১১ সালে তৎকালীন মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নবী উল্লাহ ও সাধারণ সম্পাদক ইফতেখার রাসেল ভাই সম্মেলনের মাধ্যমে আমাকে ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ঘোষণা করেন। এরপর থেকে পুরোদস্তর ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছি।'
পারভেজ বলেন, পড়ালেখা শেষ করে এ পর্যন্ত ২৫টির মতো সরকারি চাকরীতে আবেদন করেছি। লিখিত পরীক্ষায় টিকলেও টাকার জন্য আর হয়নি। সবশেষ গত শুক্রবার ঢাকায় একটি চাকরির লিখিত পরীক্ষা ছিল, কিন্তু টাকার জন্য যেতে পারিনি। কোনো চাকরি না পেয়ে বাধ্য হয়ে পরিবারের সবজি দোকানে বসে ব্যবসা করে যাচ্ছি।’
সবজি বিক্রি করায় অনেকে গালমন্দ করেন বলে জানান ছাত্রলীগের এ নেতা। তিনি জাগো নিউজকে বলেন, ‘যারা গালমন্দ করেন তারা তো আমাকে এক টাকা দিয়ে সহযোগিতা করেননি। ব্যবসা হালাল জিনিস তাই এখন ব্যবসায় সময় দিচ্ছি। সবজি ব্যবসা না করে অন্য কোনো দোকান দিতে গেলে কমপক্ষে ৫-৭ লাখ টাকার প্রয়োজন। আমার পরিবারের কাছে এতো টাকা নেই।’
মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নবী উল্লাহ বলেন, ‘পারভেজ সরকারি চাকরি না পেয়ে পারিবারিক ব্যবসায় জড়িত হয়েছেন, এটা বর্তমান ছাত্রলীগ কর্মীদের জন্য অনুকরণীয়। আমাদের আওয়ামী লীগের লিডারদের কাছে আবেদন করবো, পারভেজের জন্য যেন তারা একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেন।’
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু জাগো নিউজকে বলেন, ‘পারভেজ জেলা ছাত্রলীগের উপ-নাট্যবিতর্ক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। থানা আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে খুব শিগগির তার একটি চাকরির ব্যবস্থা হয়ে যাবে বলে আশা করছি।’
এসআর/জেআইএম