চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইদ্রিচ আজগরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা রিটার্নিং অফিসার ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ২ হাজার ২৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মুজিবুল হক ধানের শীষ প্রতীকে ১ হাজার ৭৩৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
জীবন মূছা/এমএএস/আরআইপি