দেশজুড়ে

চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৬

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জেলা জামায়াতের আমিরসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা শহরের পুরাতন জেলখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন জেলা জামায়াতের আমির জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে অ্যাডভোকেট রুহুল আমিন (৪৫), আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকার খলিলুর রহমানের ছেলে পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম (৩৯), জামায়াত কর্মী দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আজিজুল হকের ছেলে মহাসিন আলী (২৬), দর্শনার ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে জেলা শিবিরের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবির (২৭), দর্শনা ইসলাম বাজারের মৃত ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রাম পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ (৪২) এবং রুহুল আমিনের গাড়িচালক চুয়াডাঙ্গা বেলগাছির আবু জাফরের ছেলে মিনারুল ইসলাম (২৯)।

পুলিশ জানায়, গত ১৫ মে শহরের ছিনেমা হলপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতিকালে জিহাদি বইসহ জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ওই ঘটনায় সদর থানায় মামলা করা হয়। মামলার তদন্তে জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ততা পায় পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার দুপুর দেড়টার দিকে শহরের পুরাতন জেলখানার সামনে অভিযান চালায়। এসময় জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে বিকেলেই তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

হুসাইন মালিক/এসআর/জেআইএম