দেশজুড়ে

লক্ষ্মীপুরে ৬টি ইউনিয়নেই আ.লীগ জয়ী

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সমর্থিত ওই প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এসব ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে। ভোটগ্রহণ শেষ হয় বিকেল চারটায়। আরও খবর : কুমিল্লায় ১০টিতে আ.লীগ, ১টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্রনির্বাচিতরা হলেন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে ফয়সাল আহম্মেদ রতন। তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৪৮৬। হাজিরহাট ইউনিয়নে ১১ হাজার ২২০ ভোট পেয়ে নিজাম উদ্দিন নির্বাচিত হয়েছেন। চরফলকন ইউনিয়নে হাজী হারুনুর রশিদ (৭ হাজার ৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পাটারিরহাট ইউনিয়নে একেএম নুরুল আমিন রাজু পেয়েছেন ৫ হাজার ৫৭৮ ভোট। আরও খবর : রাঙ্গুনিয়ায় আ.লীগের আজগর নির্বাচিতরামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে সাখাওয়াত হোসেন জসিম ৭ হাজার ৬৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চর পোড়াগাছা ইউনিয়নে নুরুল আমিন পেয়েছেন ৮ হাজার ৮১৭ ভোট।উল্লেখ্য, রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বি ছিল। এছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৬৩ জন ও সাধারণ ১৯১ মেম্বার প্রার্থী ছিলেন। ভোটার সংখ্যা ৯২৯৬৭ জন। এর মধ্যে পুরুষ ৪৬৬১৪ জন ও  মহিলা ভোটার ৪৬৩৫৩ জন। আরও খবর : চট্টগ্রাম বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন নির্বাচিতকাজল কায়েস/এমএএস/আরআইপি