দেশজুড়ে

সেন্টমার্টিনে ফানুস উৎসব

সন্ধ্যা রাতে হঠাৎ রঙিন সেন্টমার্টিনের আকাশ। প্রদীপের আলোয় দূর করল অন্ধকার। সন্ধ্যা নামতেই উড়তে থাকে সেন্টমার্টিনের রাতের আকাশে রং বে-রংয়ের আলোয় আলোকিত ফানুস। গত ১৬ থেকে ২০ মার্চ ট্যুর ডটকম ডটবিডি এর আয়োজনে ছিল ফানুস উৎসব। তবে ১৮ মার্চ সন্ধ্যায় সেটি উৎযাপন করা হয়। শুধু ফানুস উৎসবই নয় ট্যুর ডটকম ডট বিডি এর আয়োজনে ঘুড়ি উৎসব ও বিচ ক্লিন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এছাড়া অতিথিদের বুফে ডিনার, বিচে বার-বি-কিউসহ আরো অনেক আয়োজনে সবাই রাঙা সময় পার করে। ট্যুর ডটকম ডটবিডি এর সিইও লায়ন মোহাম্মদ ইমরান বলেন, ট্যুর ডটকম ডটবিডি এর কাজ শুধু ভ্রমণকারীদের ভ্রমণই নিশ্চিত করা নয়। ভ্রমণের সঙ্গে বিনোদনের ব্যবস্থাও করা। যাতে ভ্রমণ আরো আকর্ষণীয় হয়। তাই এবারের আয়োজনে ছিল সেন্টমার্টিনে ফানুস উৎসবসহ আরো অনেক কিছু। সবার সহযোগিতায় সেগুলো খুব ভালভাবে পার হয়েছে। আমরা দেশকে চেনাতে চাই, দেশের সুনাম কুড়াতে চাই। তার জন্যও ট্যুর ডটকম ডটবিডি কাজ করে যাচ্ছে ভ্রমণ বা ট্যুরিজমের বিভিন্ন বিষয় নিয়ে।এআরএস/এবিএস