চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন মেম্বারকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে তাকে আটক করে র্যাব। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম), একটি ম্যাগাজিন ৩ রাউন্ড গুলি, গুলির খোসা উদ্ধার করা হয়।মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৭ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ছলিমপুরস্থ নিজ বাড়ি থেকে রোকনকে আটক করে নেয়ার সময় তার সহযোগীরা বাধা দেয়ার চেষ্টা করে। এসময় রোকনের সহযোগিদের সাথে র্যাব-৭ এর সদস্যদের গোলাগুলির ঘটনাা ঘটে।রোকন ১০ নং ছলিমপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধ সীতাকুণ্ড থানায় বেশ কিছু মামলা রয়েছে বলেও জানায় র্যাব।জীবন মুছা/এসকেডি/আরআইপি