দেশজুড়ে

সীতাকুণ্ডে অস্ত্রসহ যুবদল নেতা অাটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন মেম্বারকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে তাকে আটক করে র‌্যাব। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম), একটি ম্যাগাজিন ৩ রাউন্ড গুলি, গুলির খোসা উদ্ধার করা হয়।মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৭ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ছলিমপুরস্থ নিজ বাড়ি থেকে রোকনকে আটক করে নেয়ার সময় তার সহযোগীরা বাধা দেয়ার চেষ্টা করে। এসময় রোকনের সহযোগিদের সাথে র‌্যাব-৭ এর সদস্যদের গোলাগুলির ঘটনাা ঘটে।রোকন ১০ নং ছলিমপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধ সীতাকুণ্ড থানায় বেশ কিছু মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।জীবন মুছা/এসকেডি/আরআইপি