বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোরেল স্টেশনে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। মধ্যপ্রাচ্যভিত্তিক এই গোষ্ঠীর একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার সকালে ব্রাসেলসে এক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি বিস্ফোরণে ৩১ জনের প্রাণহানি ঘটে। আইএস নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা দ্য আমাক নিউজ অ্যাজেন্সি বলছে, বিস্ফোরক বেল্ট পরিহিত আত্মঘাতী সদস্যরা ওই পৃথক হামলায় অংশ নিয়েছে। এদিকে বেলজিয়ামের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জীবিত এক হামলাকারীকে খুঁজছে পুলিশ। সমন্বিত এই হামলার পর ইউরোপে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। গত নভেম্বরে প্যারিসে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় জড়িত প্রধান সন্দেহভাজনকে আটকের চারদিন পর এই হামলার ঘটনা ঘটলো। একজন প্রত্যক্ষদর্শী জানান, ব্রাসেলস বিমানবন্দরের লাউঞ্জে দুটি বিস্ফোরণের আগে তিনি আরবী ভাষায় চিৎকার ও গুলির শব্দ শুনেছেন। বেলজিয়ামের গণমাধ্যমে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা মালামাল ভর্তি ট্রলি তিন তরুণকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। ওই তিন তরুণ হামলাকারী হতে পারে বলে সন্দেহ করেছে পুলিশ। পুলিশ বলছে, এদের মধ্যে দুই হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছে। এছাড়া তৃতীয়জনকে খুঁজছে পুলিশ। বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টায় জাভেন্তাম বিমানবন্দরে দুটি বিস্ফোরণে ১১ জন নিহত ও ৮১ জন আহত হয়েছে। এর এক ঘণ্টা পরে ম্যালবেক মেট্রো স্টেশনে বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। এসআইএস/আরআইপি