দেশজুড়ে

কোটচাঁদপুরে ৫টি ইউপিতেই আওয়ামী লীগ জয়ী

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউপি নির্বাচন দু’একটি বিচ্ছন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। এখানে ৫টি ইউনিয়নের ৫টিতেই আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন; ১নং সাবদারপুর ইউনিয়নে নওশের আলী নাছির,  ২নং দোড়া ইউনিয়নে কাবিলউদ্দীন, ৩নং কুশনা ইউনিয়নে আব্দুল হান্নান, ৪নং বলুহর ইউনিয়নে আব্দল মতিন এবং এলাঙ্গী ইউনিয়নে মিজানুর রহমান খান ।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোটচাঁদপুরের ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ১শত ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৮শ ৪৭ জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০ হাজার ৩শ ৫২ জন। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫১ জন, সাধারণ মেম্বার পদে ১৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।আহমেদ নাসিম আনসারী/এসএইচএস/এবিএস