দেশজুড়ে

রায়গঞ্জে ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে নারী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্বাচনী ফলাফল ঘোষণার পর পরাজিত সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নোনাই বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত নোনাই বেগম উপজেলার জয়েনপুর গ্রামের ইনসাব আলীর স্ত্রী।৯নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য নবাব আলী অভিযোগ করে বলেন, সিলিং ফ্যান প্রতীক নিয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সামিদুল ইসলাম (ফুটবল) পরাজয় মেনে না নিয়ে দেশী অস্ত্র নিয়ে তার কর্মী-সমর্থক ও আত্মীয়-স্বজনদের উপরে হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই শাশুড়ি নোনাই বেগম মারা যান ও অপর ১০ জন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মালেক নামে একজনকে বগুড়ায় পাঠানো হয়েছে। রায়গঞ্জ সার্কেলের এএসপি মোতাহার হোসেন জানান, জয়ানপুর এলাকায় বিজয়ী ও পরাজিত ইউপি সদস্যের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।বাদল ভৌমিক/এআরএ/এবিএস