জয়পুরহাটে পৃথক মাদকের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ করে জরিমানা করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রামাণিকের ছেলে মমিনুল প্রামাণিক, বিরামপুর উপজেলার চাপড়া বাজারের ওয়াকিল সরকারে ছেলে সুজন সরকার ও নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারয়নপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম। দণ্ডপ্রাপ্ত সকলেই জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শিশু হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন, একজনের ১৪ বছরের জেল
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৫ জুলাই রাত ৮টার দিকে পাঁচবিবি সীমান্ত থেকে মাদক নিয়ে একটি পিকআপ সদর উপজেলার হিচমী বাজার এলাকায় আসলে পিকআপটি থামায় পুলিশ। এসময় সেই পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল ও সুজনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে ২০২২ সালের ২৮ এপ্রিল দুপুরে পাঁচবিবি উপজেলার খাসবাড়ি এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
এ পৃথক দুটি ঘটনায় সদর ও পাঁচবিবি থানায় মামলা করা হয়। মামলার পর শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। তবে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জেএস/এমএস