দেশজুড়ে

রায়গঞ্জে আ.লীগ ৬, বিএনপি ২, অন্যান্য ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জয়ী হয়েছেন। ফলাফল নিম্নরূপ:১। ঘুরকা ইউনিয়নবিজয়ী- আবু সাইদ ভুইয়া, ধানের শীষ, বিএনপি, প্রাপ্ত ভোট- ৮০৪৫নিকটতম প্রতিদ্বন্দ্বী- জিল­্লুর রহমান, নৌকা, আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট- ৭৫৬৮২। নলকা ইউনিয়নবিজয়ী- আব্দুর জব্বার- চশমা- আওয়ামী লীগ বিদ্রোহী, প্রাপ্ত ভোট- ৮৮৪৬নিকটতম প্রতিদ্বন্দ্বী- আবু বক্কর সিদ্দিক, নৌকা, আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট- ৪৪৯২৩। ধানগড়া ইউনিয়নবিজয়ী- মীর ওবায়দুল ইসলাম মাসুম, নৌকা, আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট- ৭৯৪৪নিকটতম প্রতিদ্বন্দ্বী- শামসুল ইসলাম, ধানের শীষ, বিএনপি, প্রাপ্ত ভোট- ৬৮২১৪। সোনাখাড়া ইউনিয়নবিজয়ী- আবু হেনা মোস্তফা কামাল, নৌকা, আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট- ৫৫৩৮নিকটতম প্রতিদ্বন্দ্বী- আব্দুল কুদ্দুস, ধানের শীষ, বিএনপি, প্রাপ্ত ভোট- ৪৩৭৭৫। ধুবিল ইউনিয়নবিজয়ী- হাসান ইমাম তাং, ধানের শীষ, বিএনপি, প্রাপ্ত ভোট- ৬৬৮৩নিকটতম প্রতিদ্বন্দ্বী- আব্দুল করিম রেজা, চশমা, আওয়ামী লীগ বিদ্রোহী, প্রাপ্ত ভোট- ৬৬১৩৬। চান্দাইকোনা ইউনিয়নবিজয়ী- আব্দুল হান্নান খান, নৌকা, আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট- ১৫২৪৫নিকটতম প্রতিদ্বন্দ্বী- খাদিমুল হাসান, ধানের শীষ, বিএনপি, প্রাপ্ত ভোট- ৮৯৭৫৭। পাঙ্গাসী ইউনিয়নবিজয়ী- আব্দুস সালাম, নৌকা, আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট- ৫৯১৪নিকটতম প্রতিদ্বন্দ্বী- আলমগীর কবীর, আনারস, আওয়ামী লীগ বিদ্রোহী, প্রাপ্ত ভোট- ৫৭৯৭৮। ব্রহ্মগাছা ইউনিয়নবিজয়ী- গোলাম সরোয়ার লিটন, নৌকা, আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট- ১১৬২০নিকটতম প্রতিদ্বন্দ্বী- আবুল কালাম, ধানের শীষ, বিএনপি, প্রাপ্ত ভোট- ৭২১০৯। ধামাইনগর ইউনিয়নবিজয়ী- রাইসুল হাসান, নৌকা, আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট- ৫৭০৬নিকটতম প্রতিদ্বন্দ্বী- গোলাম রব্বানী, আনারস, আওয়ামী লীগ বিদ্রোহী, প্রাপ্ত ভোট- ৪৮৯৩বাদল ভৌমিক/বিএ