দেশজুড়ে

ভৈরবে আনোয়ারা হাসপাতাল বন্ধের নির্দেশ, জরিমানা লাখ টাকা

বৈধ কাগজপত্র না থাকায় ২৪ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের ভৈরবে আনোয়ারা জেনারেল হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালটিকে বিভিন্ন অনিয়মের দায়ে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিস ও ভৈরব উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এ নির্দেশ দেয়।

অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। অভিযানে সহযোগিতাকরে ভৈরব থানা পুলিশ।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, ঢাকা স্বাস্থ্য বিভাগ ও জেলা সিভিল সার্জনের কাছে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে বেসরকারি ওই হাসপাতালটিতে অভিযান চালায় প্রশাসন। এ সময় প্যাথলজি বিভাগে অদক্ষ ব্যক্তিকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষাসহ নানান অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়। অন্য হাসপাতালে রোগী সরানোর জন্য এ সময় বেঁধে দেওয়া হয়েছে।

রাজীবুল হাসান/এসজে/জেআইএম