দেশজুড়ে

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী নারীকে হত্যায় রবিউল ইসলাম (৫৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদ আলী এ আদেশ দেন।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৬ এপ্রিল দামুড়হুদা উপজেলার কলাবাড়িয়া দক্ষিণ পাড়ার আজিজুল মণ্ডলের ছেলে রবিউল ইসলাম পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে শাহিদা বেগম রনি (৪৫) নামের এক নারীকে হত্যা করে। এ ঘটনায় শাহিদা বেগমের ভাই হাফেজ আব্দুল মতিন বাদী হয়ে মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোবারক আলি আদালতে প্রতিবেদন জমা দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন জানান, মামলায় ১৩ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। পরে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

হুসাইন মালিক/আরএইচ/এমএস