ধাঁধা :১. ‘পাখা আছে পুচ্ছ আছে, অথচ সে উড়তে পারে না।’ ২. ‘পিঠ আছে পাছা নেই, পা আছে মাথা নেই।’৩. ‘পাহাড়েতে জন্ম আমার সাগরে নাশ, চলার পথে মানুষের মিটাই মনের আশ।’৪. ‘পদ্মা নদীর গভীর পানি, কোন প্রাণির হাঁটু পানি?’উত্তর :১. মাছ২. টেবিল৩. নদী৪. হাঁসএসইউ/পিআর