চাঁদপুরের হাজীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় আরও একজনকে আটক করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈয়ারপুল বাজারের দক্ষিণ পাশে উচ্চাঙ্গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের পশ্চিম শাখা যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন (৪৪) ও চাঁদপুর সদর উপজেলার আজাদ গাজী (৩৪)।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিছবাহুল আলম চৌধুরী ও নুরুল আলম অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের সাথে থাকা একটি মোবাইলফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এসআর/জিকেএস