দেশজুড়ে

মহেশপুরের ১২ ইউপিতে প্রার্থী ৫৭৫ জন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। এ উপলক্ষে ৬১ জন চেয়ারম্যানসহ মোট ৫৭৫ জন সাধারণ ও সংরক্ষিত সদস্য  নির্বাচনে লড়ছেন।তার মধ্যে আ.লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র ৩৫, জাতীয় পার্টি থেকে ১ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১০৫ জন এবং সাধারণ সদস্য পদে ৪০৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে এসবিকে, ফতেপুর, পান্তাপাড়া, স্বরূপপুর, শ্যামকুড়, নেপা, যাদবপুর, বাঁশবাড়িয়া, মান্দারবাড়িয়া ও আজমপুরে আ.লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, জাতীয় পার্টির লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা হবে।  উল্লেখ্য, ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ১২২ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ৯ হাজার ৪২৯ জন।এসএস/পিআর