শৈশব থেকে বইপড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটে দুদিনব্যাপী শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও লেখক অধ্যাপক জাফর ইকবাল, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সাহিত্যিক মফিদুল হক, পাখি বিশেষজ্ঞ পর্যটক ইনাম আল হক, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার, বাংলাদেশ লাইব্রেরি আন্দোলনের সভাপতি কাশেম মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল রহমান, পরিবেশ নদী কর্মী তুহিন শুভ্র মন্ডল (পশ্চিমবঙ্গ)।
আয়োজকরা জানান, শৈশব থেকে বইপড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জেলায় পর্যায়ক্রমে এক হাজার শিক্ষার্থীর বাড়িতে পাঠাগার বসানো হবে। সঙ্গে দেওয়া হবে একটি করে ফুল-ফল গাছের চারা।
এসজে/এমএস