রাজধানীর হাতিরপুলের মোতালেব প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার সকাল পৌনে ১০টায় ভবনটির চারতলায় আগুন লাগে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে তারা জানাতে পারেনি। এসআই/এআর/এএইচ/পিআর