দেশজুড়ে

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর শহরের চকবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নিভাতে গিয়ে আলমান নামের ১ ফায়ার সার্ভিস কর্মী আহত হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের চকবাজার ও পুরাতন আদালত সড়কের একটি মোবাইলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় বাজারের নাইটগার্ড স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের সহযোগীতায় মাইকে বাজারে আগুন লাগার ঘোষণা দিলে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহাম্মেদ চৌধুরী বলেন, লক্ষ্মীপুর ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।কাজল কায়েস/এফএ/পিআর